Odhikar

ফেলানী হত্যার নয়বছর : ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যা ও মানবাধিকার লংঘনের বিরুদ্ধে অধিকার এর বিবৃতি

ঢাকা, ৬ জানুয়ারি ২০২০: ৭ জানুয়ারি ২০২০ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হাতে বাংলাদেশী কিশোরী ফেলানী হত্যার নবম বার্ষিকী। ২০১১ সালের এই দিনে বিএসএফ’র সদস্যরা বাংলাদেশ ভারত-সীমান্তে গুলি করে এই কিশোরীকে হত্যা করে তাঁর লাশ সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখে। কিন্তু ফেলানী হত্যার সঙ্গে সরাসরি জড়িত বিএসএফ সদস্য অমিয় ঘোষ এবং তার নির্দেশদাতা উর্দ্ধতন কর্মকর্তার কোনো শাস্তি হয়নি। ফেলানী হত্যার প্রহসনমূলক বিচার বিএসএফ এর নিজম্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে অনুষ্ঠিত হয় এবং এই আদালত (জিএসএফসি) অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ বলে রায় দেয়। পরবর্তীতে একই আদালত সেই রায় পুনর্বিবেচনার পর আগের রায় বহাল রেখে অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে।

এখানে ক্লিক করলে সম্পূর্ণ প্রতিবেদন বাংলায় দেখতে পাবেন।

Subscribe

Subscribe to our e-mail newsletter to receive updates.