Odhikar

ছয় মাসের মানবাধিকার প্রতিবেদন : জানুয়ারি-জুন ২০১৮

২০১৮ সালের প্রথম ছয় মাসের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার অবস্থার নিন্মোক্ত বিষয়গুলো বর্ণনা করা হলোঃ

মানবাধিকার লঙ্ঘনের পরিসংখ্যান: জানুয়ারি-জুন ২০১৮
সারসংক্ষেপ
ক. রাষ্ট্রীয় নিপীড়ন ও দায়মুক্তি
     -বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
     -গুম
     -আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে নির্যাতন, অমানবিক আচরণ ও জবাবদিহিতার অভাব
     -কারাগারের পরিস্থিতি
     -রাজনৈতিক নিপীড়ন ও সভা-সমাবেশে বাধা
     -ক্ষমতাসীনদলের দুর্বৃত্তায়ন
খ. গণপিটুনীতে মানুষ হত্যা
গ. ‘চরমপন্থা’ ও মানবাধিকার
ঘ. অকার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
     -দুর্নীতি দমন কমিশন
     -নির্বাচন কমিশন
     -স্থানীয় সরকার ও উপ-নির্বাচন
     -খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন
ঙ. মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা
     -নিবর্তনমূলক আইন
     -সংবাদ মাধ্যমের স্বাধীনতা
চ. শ্রমিকদের অধিকার
     -আনুষ্ঠানিক ক্ষেত্র (ফরমাল সেক্টর)
     -অনানুষ্ঠানিক ক্ষেত্র (ইনফরমাল সেক্টর)
     -অভিবাসী নারী শ্রমিকদের অবস্থা
ছ. প্রতিবেশী দেশঃ ভারত এবং মিয়ানমার
     -বাংলাদেশের ওপর ভারতের আগ্রাসন
     -রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর গণহত্যা
জ.নারীর প্রতি সহিংসতা
ঝ. ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ বাল্য বিবাহের সম্ভবনাকে বাড়িয়ে তুলেছে
ঞ. মানবাধিকার কর্মকাণ্ডে বাধা
সুপারিশ

এখানে ক্লিক করলে সম্পূর্ণ প্রতিবেদন বাংলায় দেখতে পাবেন।

Subscribe

Subscribe to our e-mail newsletter to receive updates.

, , , , , , , , , , , , , ,